বাংলাদেশের বাজারে ভিভানকো

গত ২১ এপ্রিল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ন বর্ণিল গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নেটওয়ার্কিং পণ্যের বিশ্বখ্যাত জার্মান ব্র্যান্ড ‘ভিভানকো’।
‘ভিভানকো’র উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিভানকো এশিয়া হেড কোয়ার্টার এর প্রেসিডেন্ট তান জিয়াও গান, ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর এন্ডি রু, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার এরিক পেং, বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মো: আবু সায়েম, রিজিওনাল ম্যানেজার প্রিয়াঙ্কা পল এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর পক্ষে ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, বিপনন মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন, কর্পোরেট মহাব্যবস্থাপক হাসান ফাহিম, এন্টারপ্রাইজ ব্যবসায়ের মহাব্যবস্থাপক শাহেদ কামাল এবং ভিভানকো বিজনেস হেড শেখ আলমগীর সহ প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ভিভানকোর পক্ষ থেকে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ কে বাংলাদেশের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে ঘোষনা দেয়া হয়। ভিভানকো প্রেসিডেন্ট বলেন, “নেটওয়ার্কিং এক্সেসরীজ পন্যে সারাবিশ্বের সবচেয়ে গুনগত মানের পন্য প্রস্তুত করে থাকে ভিভানকো। আমরা আশা করছি, স্মার্ট টেকনোলজিস এর মাধ্যমে বাংলাদেশের বাজারে আইটি অবকাঠামো নির্মানে ভিভানকো গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে মোঃ জহিরুল ইসলাম বলেন, “এখন থেকে স্মার্ট টেকনোলজিস এর কাছে ভিভানকো ব্রান্ড এর সব ধরনের কপার ক্যাবল, ফাইবার ক্যাবল, র্যাক, প্যাচকর্ড, মডুূলার জ্যাক, কানেক্টর, প্যাচ প্যানেল সহ এবং অন্যান্য এক্সেসরীজ পাওয়া যাবে। আমরা আশা করছি, যারা গুনগতমানের নেটওয়ার্কিং পন্য দিয়ে অফিসের নেটওয়ার্কিং এর কাজ করতে চান, তাদের চাহিদা বিশেষভাবে পূরন করতে সক্ষম হবে ভিভানকো’র পন্যগুলো।”

SHARE

About Mamun

    Blogger Comment
    Facebook Comment