সিম রেজিস্ট্রেশনের পাশাপাশি মোবাইল ফোনের আইএমই ডাটাবেইজ তৈরি করা হবে: তারানা হালিম

সিম রেজিস্ট্রেশনের পাশাপাশি মোবাইল ফোনের আইএমই ডাটাবেইজ তৈরি করা হবে: তারানা হালিম
সিম রেজিস্ট্রেশনের পাশাপাশি মোবাইল ফোনের আইএমই ডাটাবেইজ তৈরি করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শনিবার রাজধানিতে এক সেমিনারে এ কথা বলেন তিনি। বাড়িতি কর আরোপের ফলে দেশে টেলিকম শিল্প প্রতিষ্ঠার বদলে অবৈধ হ্যান্ড সেটের প্রসার হওয়ায় সরকার এ উদ্যোগ নেবে বলে জানান তিনি।
ডিজিটাল বাংলাদেশ গঠনে স্মার্ট ফোনের ভূমিকা নিয়ে টেলিকম খাতের রিপোর্টারদের সংগঠন, টিআরএনবির সেমিনার। শুরুতেই দু বছর আগে দেশে টেলিফোন হ্যান্ডসেট উৎপাদন উৎসাহিত করতে আমদানিতে সরকারের ২৫ শতাংশ শুল্ক আরোপ কি ভাবে ক্ষতির কারণ হয়ে তা তুলে ধরেণ ব্যবসায়ীরা।
আধুনিক হ্যান্ডসেট না থাকায় থ্রিজি নেটওয়ার্ক অনেক যায়গায় কাজে আসছে না বলেও জানান মোবাইল ফোন অপারেটররা।
প্রতিমন্ত্রীর মতে অবৈধ সব হ্যান্ডসেট এই মুহুর্তে বাতিল করে দিলে ক্ষতির মুখে পড়বে সাধারণ মানুষ। তাই সরকার আগে ডাটাবেইজ করতে চায়।
বিটিআরসির জনবল বাড়ানোর পাশাপাশি বিদ্যমান জনবলকে সততার সঙ্গে কাজ করারও আহবান জানান তারানা হালিম।

SHARE

About Mamun

    Blogger Comment
    Facebook Comment